ডায়াল সিলেট ডেস্কঃ-
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ‘টিউশন ফি ও বই উপহার’ প্রজেক্টের আওতায় সিলেট উইমেন্স নার্সিং কলেজের এক দরিদ্র শিক্ষার্থীকে দুই বছরের টিউশন ফি বাবদ পঞ্চাশ হাজার টাকা এবং ফেঞ্চুগঞ্জ খোলাফায়ে রাশেদিন মহিলা মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে দাখিল শ্রেণীর বই উপহার প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) নগরীর একটি অভিজাত হোটেলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কর্তৃপক্ষের কাছে উপহারের টাকা ও বইগুলো হস্তান্তর করা হয়।
ক্লাব সেক্রেটারি আসাদুজ্জামান রনির সঞ্চালনায় ও সভাপতি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি এম আতাউর রহমান পীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর কামরুজ্জামান চৌধুরী রুম্মান, কো-অর্ডিনেটর মোহাম্মদ কবির উদ্দিন, এসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আব্দুল বাসিত সহ ক্লাবের সদস্য বৃন্দ।