ডায়াল সিলেট ডেস্কঃ-
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার পদে পরিবর্তন হয়েছে। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করে এসএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ইতোপূর্বে আবদুল কুদ্দুছ চৌধুরী খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) পদে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, বিদায়ী কমিশনার ডিআইজি মো. রেজাউল করিমকে পদোন্নতি দিয়ে ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষর করেন।