ডায়ার সিলেট ডেস্কঃ-
দেশের বিভিন্ন স্থানে পাথর লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার শাখা) সচিব জাহেদা পারভিনকে। অন্য সদস্যরা হলেন-জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে-অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষ দায়িত্বে অবহেলা করেছে কিনা তা খতিয়ে দেখতে। পাশাপাশি, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে প্রতিবেদন জমা দিতে হবে।