ডায়াল সিলেট ডেস্কঃ-
নগরীর সোনারপাড়ার বাসিন্দা, পূর্বাশা পলি ক্লিনিক, সোনারপাড়ার প্রতিষ্ঠাতা ও স্বত্তাধিকারী, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সভাপতি খ্যাতিনামা চিকিৎসক প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ স্যার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২৫আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজের সাবেক মেডিসিন বিশেষজ্ঞ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের কার্যকরী কমিটির সভাপতি এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ।
মরহুম প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ ২২ ডিসেম্বর ১৯৯২ থেকে ৫ মার্চ ১৯৯৪ পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ-এর দায়িত্ব পালন করেছিলেন।
রাত ১১টায় বাসার পাশে অবস্থিত মসজিদে মরহুমের জানাজাঅনুষ্ঠিত হয়।