ডায়াল সিলেট ডেস্কঃ-
সরকারের ’অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে উন্মুক্ত জলাশয় ছোট লুলা বিলে ৪৪৪ কেজি রুই, কাতলা, মৃগেল, কালোবাউশ ও গনিয়া প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঊর্মি রায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদকের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস শাকুর, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, পোনা মাছ সরবরাহকারী মোঃ সাইফ উদ্দিন আল ফারুক ও অন্যান্য মৎস্যজীবী এবং স্থানীয় সুবিধাভোগীরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক জানান, প্রাতিষ্ঠানিক জলাশয় হিসেবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুকুর ও মোগলাবাজার রেবতি রমন সরকারি দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুকুরেও পোনা অবমুক্ত করা হয়েছে, যার মোট মূল্য আনুমানিক দুই লাখ টাকা।
তিনি আরও উল্লেখ করেন, দেশের পোশাক শিল্পের পর মৎস্য খাত অন্যতম আয়ের উৎস হিসেবে বিবেচিত। তাই এই খাতকে স্বচ্ছ ও গুরুত্বসহকারে পরিচালনার গুরুত্ব রয়েছে বলে সচেতন মহল, বিলের ইজারাদার, মৎস্যজীবী ও সুবিধাভোগীরা দাবি জানিয়েছেন।ৃ