ডায়াল সিলেট ডেস্কঃ-
গণ-যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ার পর বিয়ানীবাজারে কর্মরত দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
বিয়ানীবাজার থানা সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সার্জেন্ট দেবাশিষ ও এটিএসআই সাঈদ।
বুধবার (২৭ আগস্ট) রাতে তাদের সিলেট পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, চন্দ্রগ্রাগণ-যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ার পর বিয়ানীবাজারে কর্মরত দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।ম যাত্রী ছাউনি এলাকায় একজন পরিবহন চালক এটিএসআই সাঈদের হাতে থাকা খাতায় এক হাজার টাকার দুটি নোট দেয়। পরবর্তীতে সার্জেন্ট দেবাশিষকে টাকার বিষয়টি বুঝিয়ে দেয়া হয়।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ’েভিডিওটি দেখা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।’