ডায়াল সিলেট ডেস্কঃ-

বরাবরই আলোচনায় থাকেন পরীমনি। ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন—সবকিছুতেই যেন পরীমনি আলোচনার একটি নাম। বছরখানেক হয় এই তারকা একাকী জীবন যাপন করেছেন। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর, মাস ছয়েক আগেও পরীমনি বলেছিলেন, ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না।’ পরীমনির এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন। তবে রেখে দিলেন রহস্যও।

পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্থিরচিত্র পোস্ট করে নতুন প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন। ছবিতে পরীমনি কালো সানগ্লাস পরে, এলোমেলো চুলে স্নিগ্ধ রূপে দেখা যাচ্ছে। পোস্টে তিনি লিখেছেন, “এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”

মাঝে মধ্য, পরীমনির সঙ্গে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এ–ও জানা যায়, কয়েক মাস আগে তাদের সম্পর্ক ভেঙে গেছে। তবে ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে পরীমনির ছেলে পুণ্যর জন্মদিনে সাদীকে উপস্থিত দেখায় আবারো বিষয়টি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।

পরীমনির পোস্টের পর ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, “পরবর্তী প্রেমিক তাহলে কে?”, কেউ আবার লিখেছেন, “ভালোবাসাই শক্তি।” অনেকে প্রশ্ন করেছেন, “কে সে?”। তবে পরীমনি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *