ডায়াল সিলেট ডেস্কঃ-
সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি আব্দুর রহমান নিহত হয়েছে। দুদিন গত হল্ওে লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় বাহিনী।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে গুলিতে নিহত হওয়ার পর দীর্ঘ সময় মরদেহ সীমান্তে পড়ে থাকে। অবশেষে শনিবার (৩০ আগস্ট) বিএসএফ লাশটি নিয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে লাশের অপেক্ষায় আছে নিহতের পরিবার।
নিহত যুবকের নাম আব্দুর রহমান কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার আব্দুর রহমানসহ কয়েকজন চোরাচালানের মহিষ আনতে সীমান্তে গেলে বিএসএফ গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহতের লাশ ফেরত দেওয়ার বিষয়ে বিজিবি-বিএসএফ বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল।
যদিও বাংলাদেশি নিহতের পর লাশ আটকে রাখা বিএসএফের এ ধরনের আচরণ নতুন নয়। সীমান্তে প্রতি বছরই কয়েক ডজন বাংলাদেশি প্রাণ হারান, অনেক সময় লাশ ফেরত পেতে অপক্ষো করতে হয় দিনের পর দিন। চলতি বছরে সিলেট বিভাগে বিএসএফ ও ভারতীয় খাসিয়াদের গুলিতে এ পর্যন্ত ৫ বাংলাদেশী প্রাণ হারিয়েছেন।