ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেটের ডি এম টি সেফওয়ে হাসপাতালের ভুল চিকিৎসায় মৃত মাওলানা শফিকুর রহমান মারা যান বলে অভিযোগ । অতচ, লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোলাপগঞ্জ চৌঘরি মাঠে তার জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর এক স্বজন।
জানা যায়, রবিবার (৩১ আগস্ট) রাতে নগরীর মির্জাজাঙ্গালের সেইফওয়ে হাসপাতালে মূত্রথলির পাথর অপারেশনের পর রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুবরণ করেন মাওলানা শফিকুর রহমান (৭৫)। তার অপারেশনের দায়িত্বে ছিলেন প্রফেসর ডা. মো. আব্দুল মনাফ। রোগীর স্বজনদের অভিযোগ শফিকুর রহমানের মৃত্যুর পরপরই ডা. মো. আব্দুল মনাফ হাসপাপতাল ছেড়ে পালিয়ে যান।
শফিকুরের স্বজনরা হাসপাতালে জড়ো হয়ে উত্তেজিত হয়ে ওটিতে ডা. মনাফ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের খুঁজতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়।
এ ঘটনার উত্তেজনাকর পরিস্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রফেসর ড. মো. আব্দুল মনাফের কর্তব্যে অবহেলার জন্য রোগীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ্ করে লিখিত দেওয়া হয়। হাসপাতালের নিজস্ব প্যাডে ভুল চিকিৎসার জন্য শফিকুরের মৃত্যু হয়েছে বলে একটি স্বীকারোক্তিমূলক পত্র রোগীর স্বজনদের দিয়ে জানিয়েছেন যে, এই পত্রটি তারা পুলিশকেও দিবেন। পত্রে উল্লেখ করা হয়েছিল যে, ডাক্তার মনাফকে ভবিষ্যতে এই হাসপাতালে চিকিৎসা ও চেম্বার করার সুযোগ দেওয়া হবেনা।পত্রটিতে স্বাক্ষর করেছেন সেইফওয়ে হসপিটালের ইনচার্জ (এডমিন ও মার্কেটিং) নিয়াজ বিন আজহার।
এ ব্যাপারে কতোয়ালি থানার পুলিশ জানায়, মামলা হলে আমরা ব্যাবস্তা গ্রহন করবো।