ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেট শহরতলীর খাদিম দাসপাড়া নোয়াগাঁও এলাকার এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে।
সোমবার ভোররাতে আমেরিকা প্রবাসী কমর উদ্দিনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি কমর উদ্দিন আমেরিকা থেকে দেশে ফেরেন। সোমবার ভোররাতে ৮-১০ জন ডাকাত সদস্য গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এরপর তারা বাড়িতে লুট শুরু করে।
বাধা দেওয়ায় ডাকাত সদস্যদের মারধরেরও শিকার হন কমর উদ্দিনের পরিবারের সদস্যরা। ডাকাতরা ঘর থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। খবর পেয়ে শাহপরাণ থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।