ডায়াল সিলেট ডেস্ক:

বালু লুটের প্রতিবাদ করায় বিএনপি নেতা কারাগারেসিলেটের গোয়াইনঘাটে বালু লুটপাটের প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সেই মামলায় তিনি এখন কারাগারে আছেন।

রোববার সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বাংলাবাজার ও মুকতলা ব্যবসায়ী সমিতির নেতারা। তাদের পক্ষে বক্তব্য দেন নুরুল ইসলাম।

লিখিত বক্তব্য উপস্থাপনে নুরুল ইসলাম জানান, বালু লুটেরাদের বিরুদ্ধে কথা বলায় একাধিক মামলা দেওয়া হয়েছে ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা রিয়াজ উদ্দিন তালুকদারের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রিয়াজ উদ্দিন তালুকদার গোয়াইনঘাট উপজেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক। তিনি মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সদস্যও। আওয়ামী লীগ আমলে বালু লুটের প্রতিবাদ করায় ওই সময় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার বালু লুটের বিপক্ষে অবস্থান নেন রিয়াজ উদ্দিন।

জাফলং সেতুর পাশে বালু উত্তোলনের ঘটনায় ১৯ জুন ও তিতারাই এলাকায় ৭ জুলাই বালু উত্তোলনের ঘটনায় বাধা প্রদানের কারণে উল্টো তাঁকেই আসামি করে মামলা করা হয়েছে। অথচ এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।

গত ২৯ জুলাই স্থানীয় বাংলাবাজারে বালুখেকোদের দুই পক্ষের সংঘর্ষের সময় রিয়াজ উদ্দিন তালুকদার ঢাকায় অবস্থান করলেও তাঁকে এবং তাঁর ভাই-ভাতিজাসহ ব্যবসায়ীদের ওই ঘটনায় আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে গোয়াইনঘাটে বালু লুটের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে রিয়াজ উদ্দিন তালুকদারকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাবাজার-মুকতলা ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মাতাউর রহমান মাতাইসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *