ডায়াল সিলেট ডেস্ক:-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে আশুগঞ্জ থানাধীন আড়াইসিধা ইউপি’র দগরীসার এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন আড়াইসিধা ইউপির দগরীসার এলাকার কামাল হোসেনের ফসলী জমিতে অভিযান চালিয়ে ১ টি দেশীয় তৈরি পাইপগান দুইটি শটগানের গুলি এবং ১টি চাইনিজ কুড়াল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধাকৃত আলামতসমূহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ সিলেটের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার রাত আনুমানিক সোয়া ১২টার দিকে আশুগঞ্জ থানাধীন আড়াইসিধা ইউপি’র দগরীসার এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় তৈরি পাইপগান দুইটি শটগানের গুলি এবং ১টি চাইনিজ কুড়াল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধাকৃত আলামতসমূহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *