ডায়াল সিলেট ডেস্ক;-
সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার অপরাধে মর্তুজা হাসান নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
বুধবার বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল এ তথ্যটি জানিয়েছেন।
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মর্তুজা হাসান অবৈধভাবে টিলা কাটছিলেন। এ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান প্রসঙ্গে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, ‘অবৈধভাবে টিলা কাটার অভিযোগ এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জিরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধ টিলা কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।