ডায়াল সিলেট ডেস্ক:-

বিএনপির নেতা-কর্মীরা এনসিপিতে যোগ দেওয়া নতুন সদস্যদের হুমকি দিচ্ছেন ,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা এনসিপিতে যোগ দেওয়া নতুন সদস্যদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা নামসহ বলব, কে চোর-বাটপার-চাঁদাবাজ বা হুমকিদাতা। এরপর দেশের প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে তাদের তালিকা পিতা-মাতার নাম ও ঠিকানাসহ প্রকাশ করা হবে ।

এই মন্তব্য তিনি করেছেন গত শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায়।

সারজিস আলম আরও অভিযোগ করেন, দেবীগঞ্জ উপজেলার একজন বিএনপি-সমর্থিত ইউপি চেয়ারম্যান এনসিপির এক সমন্বয়কারীকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘এটি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ভয়ংকর দৃষ্টান্ত। এই দেশে আর কাউকে শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না।’

তিনি স্কুল-কলেজগুলোতে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকদের অস্বাভাবিকভাবে সভাপতি বানানোর চেষ্টা এবং পঞ্চগড়ের তিনটি উপজেলায় রাতের আঁধারে অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলনের অভিযোগ তোলেন।

সারজিস আলম বলেন, ‘তেঁতুলিয়া উপজেলার বিএনপির কয়েকজন নেতা কোথায় চাঁদা নেন, স্থলবন্দরে নেন নাকি ড্রেজিং মেশিনে-সব খবর আমাদের কাছে আছে। এইসব অপকর্মের বায়োডাটা আমরা দ্রুত দেশের এবং মিডিয়ার সামনে প্রকাশ করব। পুরো জেলাকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে অল্প কয়েকজনের পকেট ভরানো আর হবে না।’

সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এছাড়া জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *