ডায়াল সিলেট ডেস্ক:-

হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত রঙিলা মিয়া হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৫ মিনিটে হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন- খেলন মিয়া (৩৫), পিতা- মৃত আলী, গ্রাম- নোয়াপাথারিয়া, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ।

মামলার বিবরণে জানা যায়, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে নিখোঁজ হন রঙিলা মিয়া। পরে ১৯ জুলাই দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সোনাডুবা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি খেলন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *