ডায়াল সিলেট ডেস্ক:-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বিদ্যমান আইসিটি ফেসিলিটিসকে কিভাবে সিলেটের বিভিন্ন সেক্টরে কাজে লাগানো যায় সে বিষয়ে আমরা ভাবছি। বর্তমানে হাইটেক পার্কে চুয়াত্তর একর জমি বরাদ্দের উপযোগী রয়েছে। আমরা সিলেট হাইটেক পার্কে স্থানীয় ব্যবসায়ী কমিউনিটিকে বিনিয়োগের আহ্বান জানাই। সিলেটে বিটিসিএল এবং ডাকের দখলকৃত জমি উদ্ধারে স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা চাই।
তিনি শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নবপ্রণীত আইন, পলিসি ও সংষ্কার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এক সাংবাদিকের সাইবার নিরাপত্তা আইনে মামলা এখনো চলছে এমন মন্তব্যের প্রেক্ষিতে বিশেষ সহকারী বলেন, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ পাস করা হয়েছে যাতে যে নয়টি ধারার মাধ্যমে ৯৫ শতাংশ মামলা করা হয়েছিল সেগুলো বাদ দেয়া হয়েছে। এরপরও যদি কারো মামলা চলমান থাকে তাহলে স্থানীয় আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী এবং আদালতের শরণাপন্ন হতে পরেন।
নতুন টেলিকম পলিসি নিয়ে তিনি বলেন, এই পলিসি অনুমোদনের মাধ্যমে বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে সেবার মান উন্নত হবে ফলে গ্রাহক উপকৃত হবে।
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশিক উদ্দিন আশুক, মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরল ইসলাম চৌধুরী প্রমূখ।