ডায়াল সিলেট ডেস্ক:-
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সময় হামলায় দিনমজুর সাব্বির মিয়া (৩২) নিহত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে নিহতের বড় ভাই আবুল হোসেন এ ঘটনায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ১৫০–২০০ জন অন্তর্ভুক্ত হয়েছে।
মামলার দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ নং আসামি জোবায়ের মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে। তিনি উপজেলার কাকুরা গ্রামের লেবু মিয়ার ছেলে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজন এবং কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জেরে উত্তেজনা দেখা দেয়। প্রথমে দু’পক্ষের মধ্যে ছোটখাট মারামারি হয়, যা পরের দিন সকালে চার গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালীন সাব্বির মিয়া কোনো পক্ষের লোক ছিলেন না। পরিবার সূত্রে জানা যায়, তিনি ধানের চারা রোপণ শেষে বেলা সাড়ে ১১টার দিকে খাবার খেতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয় এবং তিনি নিহত হন।
সংঘর্ষের সময় উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। বানিয়াচং সেনা ক্যাম্প ও নবীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।