ডায়াল সি্লেট ডেস্ক:-
প্রায় ১০ বছর পর সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (SWCCI) পরিচালনা পর্ষদ নির্বাচনের আয়োজন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর এই নির্বাচনে সভাপতি পদে লুবানা ইয়াছমিন শম্পা বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩৬ ভোট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তারের ১০৯ ভোটের চেয়ে ২৭ ভোট বেশি।
নির্বাচনে সভাপতি পদে মোট ২ জন এবং পরিচালক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৮৯ ভোট প্রাপ্ত হয়ে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মিসেস সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পেয়েছেন জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়েছেন সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়েছেন রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়েছেন রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়েছেন আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়েছেন গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়েছেন শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়েছেন তাহমিনা হাসান চৌধুরী।
আজ সকাল ৯টা থেকে সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৩টায় শেষ হয়। মোট ২৭৪ জন ভোটার অংশগ্রহণ করেন। ভোটগ্রহণের পর বিকেল ৫টায় গণনা শুরু হয়।
নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে আলেয়া ফেরদৌসি তুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২০১৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার এই নির্বাচন দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হয়েছে।