ডায়াল সিলেট ডেস্ক:-
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। দ্বিতীয় স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করে আলোচনায় এসেছেন। তিনি তার দ্বিতীয় স্ত্রী পারভীন আকতারকে (৪৯) আবার বিয়ে করেছেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার বাসায় দুই মেয়েকে সঙ্গে নিয়ে কাজীর মাধ্যমে দুই লাখ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন করেন নাছির উদ্দিন। বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।
স্থানীয়দের ধারণা, নাছির উদ্দিন হয়তো দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছিলেন। অসুস্থ হওয়ার পর গত কয়েক মাস একসঙ্গে বসবাস করায় সমালোচনার মুখে পড়েন । সমালোচনা এড়াতে আবারও বিয়ের পথ বেছে নিয়েছেন তিনি । তবে তালাকের বিষয়টি অস্বীকার করেছেন নাছির উদ্দিন । তিনি দাবি করেছেন, প্রয়োজনেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
ভিডিওতে দেখা যায়, কাজী বিয়ে পড়াচ্ছেন এবং নাছির উদ্দিন দুই লাখ টাকা দেনমোহরে পারভীন আকতারকে বিয়ে করছেন। উপস্থিত ছিলেন তাঁর দুই মেয়ে ও কয়েকজন স্বজন। বিয়ের সময় হাস্যোজ্জ্বল পরিবেশে মেয়েদের মোবাইলে ভিডিও ধারণ করতেও দেখা যায়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ লিখেছেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন’। আবার কেউ প্রশ্ন তুলেছেন, তালাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় বিয়ে বৈধ হয়েছে কি না।
এ বিষয়ে যোগাযোগ করলে পারভীন আকতারের ফোন রিসিভ করেন নাছির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বিয়েটি হয়েছে ৫-৬ মাস আগে। তাকে তালাক দিইনি, প্রয়োজনে দ্বিতীয়বার বিয়ে করেছি।
ফেসবুকে এ নিয়ে নানা মন্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, মানুষ তো অনেক কিছুই বলে।
উল্লেখ্য, রাজনৈতিক জীবনে নাছির উদ্দিন দুই দফায় দিরাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তার প্রথম স্ত্রী নিঃসন্তান অবস্থায় এক বছর আগে মারা যান।