ডায়াল সিলেট ডেস্ক:-
হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি ডাকাত জামাল মিয়া (৪০) কে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিবলু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী জানায়, ভোর ৪টার দিকে ১০-১৫ জনের একটি দল ঘরে ঢুকে তাকে নিয়ে বের করে। স্ত্রী একপর্যায়ে তাদের হাত থেকে পালাতে সক্ষম হলেও, জামালকে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নামও তিনি প্রকাশ করেন।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের ধরা জন্য পুলিশ কাজ করছে।
পুলিশ আরও জানায়, নিহত জামালের বিরুদ্ধে পূর্বে ১৭টি ডাকাতির মামলা রয়েছে।