ডায়ার সিলেট ডেস্ক:-
সিলেটের কোম্পানিগঞ্জে ধলাই ব্রীজের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৫ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও বিজিবি একত্রে অভিযান চালান।
অভিযানে ধলাই ব্রীজের নিচে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বলগেট নৌকা, আটটি লিস্টার নৌকা এবং তিনটি বার্কি নৌকা আটক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের কারণে ব্রিজের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযান চলমান থাকবে এবং ধলাই নদী ও ব্রিজ রক্ষায় আগামী ২৪ ঘণ্টা বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।