ডাৃৃৃৃৃৃৃৃৃয়াল সিলেট ডেস্ক:-
সিলেট নগরীর ঘাসিটুলা এলাকা থেকে আজফর আলী সুমন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯টা ৪০ মিনিটের সময় কোতোয়ালী থানাধীন ঘাসিটুলা মদিনা হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘাসিটুলা মদিনা হাউজিংয়ের পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে আজফর আলী সুমনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটক সুমন নগরীর কাজলশাহ ডি ব্লকের ৭৫/২ নম্বর বাসার জাফর আলীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।