ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেট মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভায় নগরীতে অবৈধ যানবাহন চলাচল রোধ এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। 

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে সভাটি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের সমস্যা তুলে ধরেন এবং পুলিশ কমিশনার তা সমাধানের আশ্বাস দেন।

সভায় পুলিশ কমিশনার বলেন, ‘সিলেট শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মেট্রোপলিটন এলাকায় কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন গাড়ি, ডুপ্লিকেট লাইসেন্সধারী ও চোরাই গাড়ি, অবৈধ অটোরিকশা এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি আরও জানান, ‘স্ট্যান্ড ব্যতীত কোনো যানবাহন যত্রতত্র পার্কিং করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অবৈধ যানবাহন মেট্রোপলিটন এলাকা থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নিতে হবে। ২২ সেপ্টেম্বর থেকে এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’

সভায় ভাড়া ও সিএনজি পাম্প সংক্রান্ত বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিশনার বলেন, ‘বাহির থেকে নগরে আগত যাত্রীদের নির্দিষ্ট গাড়িতে উঠতে বাধ্য করে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। ভাড়া অতিরিক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারী সিদ্ধান্ত মোতাবেক বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ থাকবে। রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত নগরীতে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করবে। সময়সীমা অতিবাহিত হলে শহরে প্রবেশ নিষিদ্ধ থাকবে।’

অবৈধ সিএনজি চালকদের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত হওয়ার প্রেক্ষাপটে কমিশনার ঘোষণা করেন, ‘আমেরিকার মতো ব্যবস্থা গ্রহণ করা হবে- পরপর তিনবার জরিমানা হলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।’

পুলিশ কমিশনার আরও বলেন, ‘আমাদের সব সিদ্ধান্তের মূল লক্ষ্য জনগণকে নিরাপত্তা ও সেবা প্রদান করা। সিলেট নগরীকে নিরাপদ ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।’

সভায় উপস্থিত ছিলেন এসএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসারসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *