ডায়াল সিলেট ডেস্ক:-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় ভাড়া নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহত কৃষক ছাব্বির মিয়ার হত্যা মামলার আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত দেড়টার দিকে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩৫ নম্বর আসামী দিলাল মিয়াকে (৪০) গ্রেফতার করেন। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের ইশাদ উল্লার ছেলে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মামলার ৫ নম্বর আসামী একই গ্রামের জোবায়েরকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মামলায় এখন পর্যন্ত দুইজন আসামীকে গ্রেফতার করা হলো।

ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এলাকায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকালে নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়া ও ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা-করিমপুর গ্রামের টমটম ও সিএনজি চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই নিহত হন কৃষক ছাব্বির মিয়া। পরে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *