ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেটের কানাইঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন নুরুল ইসলাম (৪৮) নামের এক দিনমজুর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী ও পাঁচ সন্তান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল রাঙ্গারাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নুরুল ইসলাম মৃত আয়ুব আলীর ছেলে। তাঁর সঙ্গে একই বাড়ির চাচাতো ভাই বাবুল আহমদের বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে নুরুল ইসলামের এক শিশুসন্তান বাবুল আহমদের সীমানায় মলত্যাগ করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বাবুল আহমদ ও তাঁর পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে নুরুল ইসলামের বাড়িতে ঢুকে হামলা চালান। এতে নুরুল ইসলাম, তাঁর স্ত্রী রিনা বেগম এবং পাঁচ সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে নুরুল ইসলামের স্ত্রী রিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’