ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেট সদর উপজেলার কুমারগাঁও মৌজায় অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় আরও ৬–৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেট মহানগরের জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশিদ। তিনি জানান, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে এ মামলা হয়েছে। তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।
মামলার প্রধান আসামি সিলেট নগরের হাওয়াপাড়া এলাকার বাসিন্দা মালিকুজ্জামান। অন্য আসামিরা হলেন—তারাপুর চা-বাগানের স্টার টি এস্টেটের ব্যবস্থাপক ও প্রধান সমন্বয়ক রিংকু চক্রবর্তী, মোহাম্মদীয়া এলাকার জাবেদ, হালেদ ও জাহাঙ্গীর, দুসকি এলাকার আমির হামজা ও সেলিম, মোহাম্মদীয়া এলাকার বিল্লাল, দুসকির কয়েছ আহমেদ এবং মোহাম্মদীয়া এলাকার জুবায়ের আহমেদ ও রাজু আহমেদ।
মামলার এজাহারে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খানের নেতৃত্বে ওই টিলা সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় টিলা কাটার ও মাটি অপসারণের প্রমাণ পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।