ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেটে এবার প্রথথমবারের মতো শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে।

হিন্দু ধর্মের ৫১ পীঠের অন্যতম মহাপীঠ সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় এই কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী, আমন্ত্রণ ও অধিবাস।

পরদিন ২৯ সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী। এদিন সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমীতে সকাল সাড়ে ১০টায় কুমারী পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৯টায় শুরু হবে। পরিবেশন করবে সনাতনী সাংস্কৃতিক সংগঠন ঐতরেয়। ১ অক্টোবর বুধবার মহানবমীতে সকালে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি ও রাত ৯টায় সনাতন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক ‘দশভূজা’ পরিবেশিত হবে। ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া শুভ দশমী। এবার দেবীর আগমন ঘটবে গজে ও গমন হবে দোলায়।

এদিকে, আগামী ৬ অক্টোবর সোমবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা ও ২০ অক্টোবর সোমবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

পূজানুষ্ঠান সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য সর্বস্তরের ভক্তবৃন্দ ও জনগণের সর্বাত্বক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *