ডায়াল সিলেট ডেস্ক:-
হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ ১ যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে ১০নং লস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বযুবকের নাম মো. রাসেল মিয়া (২৭)। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর গোবিন্দপুর এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে
জানা যায়, র্যাব-৯, সদর কোম্পানি এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেট- ঢাকা মহাসড়কের হবিগঞ্জ জেলার সদর থানাধীন ১০নং লস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লস্করপুর রেলক্রসিং থেকে ২০০ মিটার দক্ষিণে রাস্তার পূর্ব পাশে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করে সিলেট থেকে আসা নীল রঙের এপাচি নম্বরবিহীন একটি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দিলে মোটরসাইকেলটিতে থাকা রাসেল কৌশলে পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসার স্থানে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে তল্লাশি করে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।