ডায়াল সিলেট ডেস্ক:-
অভিযান চালিয়ে সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে থেকে ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃত ১২টি ভারতীয় গরুর মূল্য প্রায় ৭ লাখ টাকা। তবে গরুগুলো আটক করা গেলেও এ সময় গরুর মালিককে আটক করা সম্ভব হয়নি। কারণ, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা আগেই পালিয়ে যায়।
এ বিষয়ে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর সীমান্ত এলাকা থেকে ১২ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।