ডায়াল সিলেট ডেস্ক:-
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া (৪২) ।
পৌর শহরের সোনার বাংলা রোড এলাকার বাসিন্দা বহু বছর ধরে এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত এই স্বপন ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, স্বপন মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত তিনি।
স্থানীয়দের কাছে ভয়ঙ্কর প্রভাবশালী হিসেবে পরিচিত এই ব্যক্তির গ্রেফতারকে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে দেখছে পুলিশ।
গত ২৪ আগস্ট রাতে স্থানীয় জনতা স্বপনের সহযোগী আকাশ দাশকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে সে সময় মূল হোতা স্বপন মিয়া পালিয়ে যান। ওই ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হলে স্বপন পলাতক আসামি হিসেবে চিহ্নিত হন। তখন থেকেই তাকে ধরতে মাঠে নামে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এই গ্রেফতার। স্বপন মিয়া দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন। এবার তাকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, স্বপন মিয়ার কারণে এলাকায় তরুণ সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন তারা। অনেকের মতে, “এবার হয়তো শ্রীমঙ্গলের যুব সমাজ মাদকের ভয়ঙ্কর ছোবল থেকে কিছুটা মুক্তি পাবে।”