ডায়াল সিলেট ডেস্ক:-
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী ও ওই কমিটিতে পদবঞ্চিত রুবেল মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় রুবেল মিয়াসহ তার পক্ষের আহত আরও দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে বীরদক্ষিণ গ্রামের লোকমানের ছেলে রুবেল মিয়া সভাপতি পদপ্রার্থী ছিলেন। কিন্তু রুবেল মিয়াকে কমিটিতে রাখা হয়নি। ফলে রুবেল মিয়াসহ পদবঞ্চিতরা একাট্টা হয়ে বুধবার বিকেলে রুবেলের নেতৃত্বে ওই কমিটির বিরুদ্ধে বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করে। অপরদিকে আহমেদ আলী পক্ষ বাজারেই অবস্থান করছিল।
মিছিলটি বাজারের সাবরেজিষ্টার কার্যালয়ের সামনে গেলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে রুবেল মিয়া, মাটিকাটা গ্রামের সাকিন, দুলা মিয়া, নেকারুল, সিকান্দর মিয়া, মনিরুজ্জামান মনিরসহ উভয়পক্ষের অন্তত ৮ আহত হয়।