ডায়াল সিলেট ডেস্ক:-
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জনগণের মধ্যে দলটির প্রভাব তেমন একটা বাড়েনি। ‘জামায়াত যেভাবেই হোক লাইম লাইটে এসেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে জনগণের মধ্যে তাদের প্রভাব খুব বেশি নেই। আমি মাঠের রাজনীতি করি, তাই বিষয়টি বুঝতে পারি।’ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউইয়র্কে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপরীতে অবস্থান নিয়েছে জামায়াত, যারা দীর্ঘদিন বিএনপির রাজনৈতিক সহযাত্রী ছিল।
বিএনপি মহাসচিব আরও বলেন, জামায়াত সুসংগঠিত ও রেজিমেন্টেড রাজনৈতিক দল, তাদের যথেষ্ট তহবিলও রয়েছে। এগুলো তাদের জন্য ইতিবাচক দিক হলেও, জনগণের ভোটে এককভাবে জিতে যাওয়া তাদের জন্য কঠিন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও কার্যত নিষ্ক্রিয় থাকায় জামায়াত আপাতত সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন তিনি। তবে বৈশ্বিক ডানপন্থি রাজনীতির উত্থানের ধারার সঙ্গে মিল থাকলেও বাংলাদেশে সেই প্রচেষ্টা ভোটের রাজনীতিতে সফল হবে না বলেও বিশ্বাস ফখরুলের। এ সময় তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময়মতো দেশে ফিরবেন।