ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেট নগরীর প্রতিটি রুটে সিএনজি অটোরিকশার ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারন সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

রোববার সকালে এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারন সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার এসব সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, আমাদের দায়িত্ব শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

তিনি জানান, কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এসব অনিয়ম নিয়ন্ত্রণ করে জনগণকে স্বস্তি দিতে এই সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা একটি ন্যায্য ভাড়ার তালিকা নির্ধারণ করতে চাই, যাতে জনগণ জানতে পারে কোন রুটে কত ভাড়া। এতে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করা সম্ভব হবে এবং একটি শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি রুটের ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে পর্যালোচনা করে মালিক, শ্রমিক ও যাত্রীদের সুবিধা অনুযায়ী চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার  মো. পারভেজ, সিএনজি শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা (রেজি নং-২০৯৭) এর সভাপতি আব্দুল ভাসানী, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি, ট্যাক্সিকার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক  জালাল উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা (রেজি নং-চট্ট/৭০৭) এর সাধারণ সম্পাদক  আজাদ মিয়া, সভাপতি মাজার গেইট রাহিমুল, যুগ্ম সম্পাদক মাজার গেইট, সিলেট, সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, হুমায়ুন রশীদ চত্ত্বর উপ-পরিষদের সম্পাদক মো. মিলন আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *