ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে নগরবাসীকে নিয়ে রাস্তায় নেমেছেন। সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর কোর্ট পয়েন্টে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত হন। মুহূর্তের মধ্যে শত শত মানুষ সেখানে জড়ো হন এবং হাতে হাতে রিকশা বন্ধের দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখানো হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, গতকাল পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেটের সর্বস্তরের জনগণ হকার ও ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের পক্ষে একমত হয়েছেন। ব্যাটারি চালিত রিকশার কারণে যানজট ও দুর্ঘটনা ঘটছে। হকারদের কারণে ফুটপাতে চলাচলের সমস্যা হচ্ছে। আমাদের নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, পুলিশ কমিশনার ও জেলাপ্রশাসক এই বিষয়ে আন্তরিক এবং সিলেটের বিভিন্ন মহল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মতামত নিয়েছেন। আমরা চাই হকার ও অবৈধ যানবাহনের সকল সিন্ডিকেট ভাঙতে। সকালে তাড়িয়ে দিলে বিকেলে আবার চলে আসে হকাররা, এটা আর হতে দেওয়া হবে না। লালদিঘীর পাড়ের রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, শিগগিরই হকারদের সেখানে স্থানান্তর করা হবে।

আরিফুল হক বলেন, ‘যারা সরকারি বা প্রাইভেট গাড়ি, সিএনজি ভেঙেছে এবং যারা তাদের সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকের র‌্যালীর মাধ্যমে প্রশাসনের প্রতি সমর্থন জানাচ্ছি।’

তিনি দুর্বৃত্তরোধে স্থানীয় কমিটি গঠনের আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিটি পাড়া-মহল্লায় মুরব্বী ও তরুণদের নিয়ে কমিটি গঠন করতে হবে যাতে শহরের শৃঙ্খলা রক্ষা করা যায়।’

এর আগে, গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন আরিফুল হক। তিনি ঘোষণা দেন, ‘নগরবাসীর শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। হকার ও ব্যাটারি চালিত রিকশা এই দুইটি নগরজীবনের বড় প্রতিবন্ধক।’

পদযাত্রাটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *