ডায়াল সিলেট ডেস্ক :-
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়াছড়া ও উদনাছড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বাধীন টাস্কফোর্স ।
রোববার (৫ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে প্রায় ৪০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। এছাড়া আরও বিভিন্ন স্থানে বালু উত্তোলনের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসন।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন। এ সময় তার সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল সেনাবাহিনীর একটি দল, শ্রীমঙ্গল থানার একটি দল এবং লাহারপুর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এনামুল হক ।
অভিযানটি পরিচালিত হয় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায়। অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।