ডায়াল সিলেট ডেস্ক:-

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় ৬ লাখ টাকার ৬০০ কেজি জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীন অলিপুর ক্যাম্পের নিয়মিত চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক সুরুজ মিয়া (৫৫) ও তার হেলপার রনি ইসলাম (২১) এবং সহকারী মো. নাদিম।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকামুখী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় SURAJ কোম্পানির ২০ বস্তা জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬০০ কেজি জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

সিলেট রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধ পণ্য পাচারের তথ্য পেয়ে চেকপোস্টে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ ধরনের অবৈধ পণ্য পরিবহন আটকাতে আমরা কঠোরভাবে কাজ করে যাচ্ছি।”

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সঞ্জয় দাস জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জব্দকৃত কাভার্ড ভ্যান ও পণ্য হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *