ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেটের ধোপাদিঘীতে ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সিলেটজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পুকুরে মৃত মাছ ভেসে রয়েছে এবং আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে আছে।
নেটিজিনরা দাবি করেছেন, মাছগুলো বিষ প্রয়োগ করে মারা হয়েছে। তবে পুকুরের ইজারাদার খালেদ আহমদ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তিনি পুকুরে নতুন মাছ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পাঙ্গাস ও তেলাপিয়া মাছগুলো পোনা খেয়ে ফেলে, তাই রবিবার মাছ ধরার জন্য জাল ফেলেন। জালের ছয়টানে আঘাতপ্রাপ্ত হয়ে মাছগুলো মারা গেছে।
এ ঘটনায় ধোপাদিঘীর পাড় এলাকার মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।