ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেটে বিজিত লাল দাস নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌণে ১২টার দিকে সিলেট নগরের ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনায় বিজিত লাল দাস জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে ফাজিলচিশত এলাকায় ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পরে তারা তাকে মারধর করে সঙ্গে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সংগ্রহের মাধ্যমে ছিনতাইকারীদের ধরতে তৎপর রয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, “ছিনতাইয়ের অভিযোগ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে বিজিত লালের সঙ্গে কথা বলেছি। তিনি থানায় অভিযোগ দিচ্ছেন। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।”

স্থানীয়রা বলছেন, ফাজিলচিশত এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল। অপরাধীরা প্রায়শই এই সুযোগে ব্যবসায়ীদের লক্ষ্য করে দুষ্কৃত্য চালায়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *