ডায়াল সিলেট ডেস্ক:-

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে দুই ব্যবসায়ী ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। রোববার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার লইয়ারকুল এলাকার রুশনি অটো রাইস মিলের পাশে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন আফজল মিয়া (২১) ও ফয়সল মিয়া (২৭)। অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তাদেরকে ছুরিকাঘাত করে নগদ ৩ লাখ টাকার ব্যাগসহ লুট করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারী হাবিব উল্লাহকে গণপিটুনি দেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার জানান, দুই ব্যবসায়ীসহ গণপিটুনিতে আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুদ জানান, আহতরা সাতগাঁও এলাকার আব্দুস সামাদের পুত্র। তারা দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ছিনতাইয়ের শিকার হন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি এবং বিষয়টির তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *