ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেট সীমান্তে ইতিহাসের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল রিজিয়নের অধীন সিলেট সেক্টরের আওতাধীন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সদস্যরা এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তবর্তী পীরেরবাজার এলাকা থেকে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা মোট ২৩৭টি গরু ও ৫২টি মহিষ আটক করা হয়েছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, “এটি এখন পর্যন্ত সিলেট সীমান্তে গবাদিপশু চোরাচালানের সবচেয়ে বড় চালান আটক। আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। চোরাকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

বিজিবি জানায়, চোরাচালানকারীরা সীমান্তের দুর্গম পথ ব্যবহার করে গবাদিপশু বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে বিজিবির সতর্ক নজরদারি ও দ্রুত পদক্ষেপের ফলে এ বিশাল চালান আটক করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, বিজিবি সম্প্রতি সিলেট সীমান্তে চোরাচালান রোধে নজরদারি জোরদার করেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *