ডায়াল সিলেট ডেস্ক:-

সুনামগঞ্জের ধর্মপাশায় কথা কাটাকাটির জেরে সবুজ মিয়া (৪২) নামে এক স’মিল মালিকের স্পর্শকাত কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। 

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (৮ অক্টোবর) এ তথ্যটি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।

গুরুতর আহত অবস্থায় সবুজ মিয়াকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি একই ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। উকিলপাড়া মোড়ে তার একটি স’মিল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে একই ইউনিয়নের নলগড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রকির সঙ্গে সবুজ মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রকির চাচাতো ভাই রহিছ মিয়া ও সাদ্দাম হোসেনসহ ৭ থেকে ৮ জন মিলে সবুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সবুজের পুরুষাঙ্গের অর্ধেক কেটে দেয়।

খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযুক্ত রহিছ মিয়া তাজু মাতব্বরের ছেলে এবং সাদ্দাম হোসেন আব্দুল বারেকের ছেলে — তারা পরস্পর চাচাতো ভাই।

তবে অভিযুক্ত রহিছ মিয়া দাবি করেন, আমি ঘটনার সঙ্গে জড়িত নই। ঘটনাস্থলের পাশে নির্মাণাধীন সেতুর রড ও সিমেন্ট পাহারা দিই, তাই সবসময় সেখানে থাকি। সাদ্দাম ও রকিই এই ঘটনা ঘটিয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *