ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক চালানো পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ও ৯ অক্টোবর তারিখে সীমান্তবর্তী একাধিক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানগুলো পরিচালনা করে নোয়াকোট, শ্রীপুর, প্রতাপপুর, দমদমিয়া ও সোনালীচেলা বিওপি। অভিযানে ভারতীয় মদ, শাড়ি, গরু, চিনি ও অবৈধভাবে বালু উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়েছে।
এছাড়া, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধারসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়। পরে তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন,
“সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। আটক মালামাল ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
বিজিবি জানিয়েছে, সব অভিযানে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।