ডায়াল সিলেট ডেস্ক :: বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা সম্পন্ন হয়।
ওই জানাজায় রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। এরপর তাকে ফতেপুর মদনহাটের জামতলে দক্ষিণে ইসলামিয়া হাটের মজলিস বিবির দীঘিরপাড় নামক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সকাল ৮টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে লাশ তার গ্রামের বাড়ি ফতেপুরের দুলাইপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় শোকের আবহ সৃষ্টি হয় পুরো এলাকায়। শেষবারের মতো একবার তাকে দেখার জন্য তার গ্রামের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে।
তোফায়েল আহমেদের একমাত্র জামাতা লে. কর্নেল সরোয়ার জাহান গণমাধ্যমকে জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই শিক্ষাবিদ। হৃদরোগের চিকিৎসার জন্য মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তোফায়েল আহমেদকে। কথা ছিল হার্টে রিং পরানোর কিন্তু তার আগেই চিরবিদায় নিলেন এই স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।