ডায়াল সিলেট ডেস্ক:-
সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪৫ পিস ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জে উপজেলার খাগাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আবু হানিফ (৩৩)। তিনি নেত্রকোনার খালিয়াঝুড়ি থানার জগন্নাথপুর গ্রামের মৃত নিলন মিয়ার পুত্র। বর্তমানে তিনি ঢাকার উত্তরার ১/বি রোড নং ৫, সেক্টর ১১ এলাকায় বসবাস করছেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্কত (ওসি) রতন শেখ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু হানিফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।