ডায়াল সিলেট ডেস্ক;-

যশোরে চঞ্চল মাহমুদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার বাবা মধু গাজী, মা হাসিনা বেগম, ভাই তুহিন গাজীকেও কুপিয়েছে দুর্বৃত্তরা।

তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন ইজিবাইক চুরি নিয়ে সৃষ্ট গোলযোগের সূত্র ধরে চিহ্নিত একটি চক্র পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড সংঘটিত করেছে।

পুলিশ এই ঘটনায় সন্ত্রাসী ও স্থানীয় চোর সিন্ডিকেটের প্রধানসহ তিনজনকে আটক করেছে। তারা হলো সিন্ডিকেট প্রধান রবিউল ইসলাম, চক্রের সদস্য বিল্লাল হোসেন ও মুন্না।

এলাকাবাসী জানান, ডাকাতিয়া গ্রামের রবিউল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী সকাল ১০টার দিকে মধু গাজীর বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা মধু গাজীর বড় ছেলে চঞ্চল মাহমুদকে কোপাতে শুরু করে।

চঞ্চলের চিৎকারে তার মা, বাবা ও ছোটভাই তাকে উদ্ধারে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও এলাপাতাড়ি কোপায়। এসময় আক্রান্তদের আর্তচিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এলাকাবাসী গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। তার পিতা মধু গাজীর অবস্থা আশংকাজনক।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, সম্প্রতি চঞ্চল মাহমুদের একটি ইজিবাইক (অটোরিকশা) চুরি হয়। চঞ্চল, তার পরিবার ও স্থানীয়দের ধারণা বাইকটি রবিউলের সিন্ডিকেট চুরি করেছে। সে কারণে লোকমারফত রবিউলের কাছে বাইকটি ফেরত দাবি করেন চঞ্চল।

এ কারণে ক্ষিপ্ত হয়ে সিন্ডিকেটের সদস্যরা বৃহস্পতিবার হামলা চালিয়ে চঞ্চলকে কুপিয়ে হত্যা ও তার মা-বাবা-ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ামাত্র এলাকায় অভিযান চালিয়ে বাহিনী প্রধান রবিউল ও তার দুই সদস্যকে আটক করা হয়েছে। অন্যদেরকেও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *