ডায়াল সিলেট ডেস্ক;-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটাকে পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকা ঘোষণা ও বালি মহালের ইজারা বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ‘জাদুকাটা নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, নাগরিক সমাজ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কলামিস্ট গোলাম সারওয়ার। তিনি বলেন, “আমরা ইজারাদার বা শ্রমিক কারও বিরুদ্ধে নই, আমরা অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছি। বালি মহাল ইজারা প্রথায় সরকার সামান্য রাজস্ব পেলেও তার বিনিময়ে হারিয়ে যাচ্ছে জাদুকাটা নদীর অস্তিত্ব। বিলীন হচ্ছে তীরবর্তী ২০টি গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থান, খেলার মাঠ ও যোগাযোগ অবকাঠামো।”

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উচ্চ আদালতের নির্দেশনা ও ইজারার শর্ত লঙ্ঘন করে সুনামগঞ্জ জেলা বালি মহাল ব্যবস্থাপনা কমিটি এবং তাহিরপুর উপজেলা প্রশাসনের ইশারায় ইজারাদারগোষ্ঠী প্রতিদিন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে। বন্দুকধারী ও দেশীয় অস্ত্রধারী লাঠিয়াল বাহিনীর প্রহরায় যান্ত্রিক পদ্ধতিতে সীমান্ত নদী জাদুকাটা ও পাটলাই থেকে খনিজ বালি লুট হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, জাদুকাটা-১ ও জাদুকাটা-২ নামের দুটি ইজারা নিয়ে ইজারাদারগোষ্ঠী পুরো নদী দখলে নিয়ে শ্রমিকদের দোহাই দিয়ে প্রতিনিয়ত শর্তভঙ্গ করছে। সনাতন পদ্ধতির পরিবর্তে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিদিন কোটি টাকার বালি পাচার করা হচ্ছে। অন্যদিকে জেলা বালি মহাল ব্যবস্থাপনা কমিটি রয়্যালটির হার নির্ধারণ না করায় ইজারাদাররা শ্রমিক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি ঘনফুট বালির ওপর টোল ও রয়্যালটি আদায় করছে, যা সরকারি কোষাগারে জমা হচ্ছে না বলে দাবি করা হয়।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকার কারণে বালিখেকো সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের দায়িত্বহীনতার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, যা দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়েও নেতিবাচক প্রভাব ফেলছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সুনামগঞ্জ সমিতি সিলেটের সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ দিদার চৌধুরী, বাপা সিলেট জেলার কোষাধ্যক্ষ জাফসার সাদেক শাকিল, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সভাপতি সেলিনা চৌধুরী, পরিবেশ ও মানবাধিকার কর্মী সাংবাদিক সারোয়ার জাহান, পিযুষ পুরকায়স্থ টিটু, কাসমির রেজা, আসাদ জাহান ও মুজিবুর রহমান প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর–এর স্টাফ রিপোর্টার ও ইংরেজি দৈনিক দ্য কান্ট্রি টুডে–এর সিলেট ব্যুরো চিফ হাবিব সরোয়ার আজাদ, সাংবাদিক রায়হান উদ্দিন, ছড়াকার কবির আশরাফ, ইঞ্জিনিয়ার আকাঈদ হোসেন, ছদরুল হাসান, নাবিদ হাসানসহ অনেকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *