ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেটের ওসমানীনগর থেকে ৪৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আরিফ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার(১০ অক্টোবর) ভোরে উপজেলার দয়ামীর এলাকায় র‌্যাব-৯ এর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত আরিফ মিয়া নরসিংদী থানার কাউরিয়াপাড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে।

অভিযান পরিচালনার সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৩৩-৬২৬৬) জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ মিয়া স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে সিলেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “আটককৃত ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *