ডায়াল সিলেট ডেস্ক:-

ঢাকা–সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার দ্রুত প্রতিকারের দাবিতে সিলেটে অনুষ্ঠিত হয়েছে বিএনপি আয়োজিত গণঅবস্থান কর্মসূচি। 

সোমবার( ১৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

গণঅবস্থানে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন,

“যদি ৩ ঘণ্টায় চট্টগ্রাম যাওয়া যায়, তবে ৪ ঘণ্টায় সিলেটে আসা কেন সম্ভব নয়? সিলেটবাসী কি এই দেশের নাগরিক নন?”

বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক বছরের পর বছর ধরে চরম অবহেলায় পড়ে আছে। অধিকাংশ স্থানে বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন এবং সিলেট অঞ্চলের শিল্প, ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা অবিলম্বে মহাসড়কটির দ্রুত সংস্কার ও চলমান ছয় লেন উন্নয়ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করার দাবি জানান। বক্তারা বলেন,

“সরকারের উদাসীনতায় এ মহাসড়ক এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে, যা সিলেটবাসীর প্রতি চরম অবিচার।”

গণঅবস্থানে আরও বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আফতাব হোসেন খান, মহানগর বিএনপির সভাপতি সাধন রায়, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শামীম আহমদ, যুবদল নেতা রুহুল আমিন, ছাত্রদল সভাপতি মুহিত আহমদ প্রমুখ।

কর্মসূচিকে ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। তবে সড়কের দুই পাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকার যদি দ্রুত মহাসড়ক সংস্কারের কাজ শুরু না করে, তাহলে সিলেটবাসী আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।”

উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন উন্নয়ন প্রকল্প বর্তমানে ধীরগতিতে চলছে। ফলে এ অঞ্চলের পরিবহন খাত, ব্যবসা ও সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। গত কয়েক মাসে এই পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ, প্রতীকী অনশনসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *