ডায়াল সিলেট ডেস্ক:-

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় মাদক সেবনের বিরোধিতা করায় বড় ভাইয়ের চাপাতিতে ছোট ভাই মনির হোসেন (২২) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় গরুবাজার খোয়াই বাঁধ এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত মনির হোসেন ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গরু জবাই করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরের বড় ভাই রনি মিয়া মাদকাসক্ত। মাদক সেবনের কারণে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রনি গরু জবাইয়ের চাপাতি দিয়ে মনিরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে সদর থানার ওসি একে.এম. শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড় ভাইয়ের চাপাতিতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত রনিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়রা জানায়, মনিরের মৃত্যু এলাকায় চরম শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের সহিংসতা বন্ধ করতে প্রশাসনের তৎপরতা বাড়ানো প্রয়োজন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *