ডায়াল সিলেট ডেস্ক:-

সিলেট রেলওয়ে স্টেশনের সেবার মান, টিকিট বিক্রিতে স্বচ্ছতা এবং অনিয়ম বন্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিসি স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও রেলওয়ে কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও পরামর্শ শোনেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘এখন টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, তারপরও কীভাবে কালোবাজারি হয়—এটি আমরা তদন্ত করে দেখব। স্টেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী এতে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হবে। অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু ব্যক্তি অনলাইনে একাধিক অ্যাকাউন্ট খুলে মুহূর্তের মধ্যে অনেক টিকিট সংগ্রহ করছে। এটি এক ধরনের কারসাজি, অনৈতিক কাজ। এই কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।’

ডিসি জানান, যাত্রীসেবার মান বাড়াতে শিগগিরই বিশেষ কোচ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্টেশনের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা ছিনতাই বা অন্য কোনো অপরাধের শিকার না হন।

পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন—স্টেশনের শৃঙ্খলা বজায় রাখা, ভ্রাম্যমাণ দোকান ও অনিয়ম নিয়ন্ত্রণে আনা এবং টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

এ সময় সিলেট রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *